বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি🅺 অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু ঠিক কী ঘটেছিল? জানালেন নিজেই।
আরও পড়ুন: বাংলাদেশ নয়, আসতে পারেন না কলকাত♚াতেও, তসলিমার প্রশ্ন, 'সিপিএমের কী লাভ হয়েছিল আমাকে তাড়িয়ে?'
আরও পড়ুন: বিয়ের বছর ঘোরার আগেই সন্তান! কটাক্🀅ষের জবাবে শ্রীময়ী বললেন, 'আমাদের পারফরমেন্সটা ভাবো...'
কী ঘটেছে?
এদিন টলি অনলাইনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় সেদিনের দুর্ঘটনার বর্ণনা দিচ্ছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলে ওঠেন, 'ওটা আমার বন্ধুর গাড়ি। সে আমার সঙ্গেই সফর করছিল। আমার গাড়ির পিছনেই ওর গাড়ি ছিল। সামনে কনভয় ছিল, তারপর আমার, তারপর বন্ধুর গাড়ি ছিল। ওর গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স আর শেষে আরেকটা কন♋ভ🃏য় ছিল।'
তিনি এদিন আরও বলেন, 'হাইওয়েতে একটা ট্রাক লেন চেঞ্জ করে হঠাৎ করেই। পুলিশের গাড়িটা দাঁড়িয়ে যায় তাতে। ভাগ্য ভালো ছিল যে ওই গাড়িটার সঙ্গে আমার গাড়ির ভাল দূরত্ব ছিল। তো আমিও দাঁ🧜ড়িয়ে পড়ি। কিছু হয়নি। কিন্তু ൩আমার পিছনে বন্ধুর যে গাড়িটি ছিল ওটা দাঁড় করাতে পারেনি। আসলে এসকর্টের সঙ্গে গেলে যেটা হয় গাড়িগুলোর মাঝে দূরত্ব তেমন থাকে না। কাছাকাছি থাকে। ওটাই এসে ঠুকে দেয়।' পরিশেষে সৌরভ জানান, 'কিন্তু ঠিক আছে। ও ঠিক আছে। আমরাও সবাই ঠিক আছি। সব ঠিক আছে।'
প্রসঙ্গত এদিন দু�🌞�র্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরের কাছে একটি লরি আচমকাই লেন চেঞ্জ করে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। তাতেই দুর্ঘটনাটি ঘটে। গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হলেও কারও কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। শুধু তাই নয় এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের নানা প্রশ্নের উত্তর দেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক
এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে (নাম ভূমিকায়) অভিনয় করবেন। তবে তারিখ নিয়ে সমস্যা আছে। আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে।’ তবে সৌর👍ভ নিজে তাঁর চরিত্রে কাকে দেখতে চেয়েছিলেন? এই প্রশ্নে কিছুটা কায়দা করে মহারাজের ডিপ্লোম্যাটিক উত্তর, ‘আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ।’ আর ডোনার চর𒈔িত্রে কাকে দেখা যাবে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, ‘ডিফিক্যাল্ট ক্যারেক্টার। অনেক অপশান আছে, তবে বেছে উঠতে পারিনি।’