Hardik Pandya promises to MI fans: আইপিএল ২০২৫-এ নিজেদের নতুন জার্সি উন্মোচন করল মুম্বই ইন্ডিয়া🃏ন্স, এই সময়ে পল্টন সমর্থকদের জন্য আবেগঘন বার্তা দিলেন হার্দিক পান্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্র🌞ফির মাঝেই মুম্বই ইন্ডিয়ান্স আনুষ্ঠানিকভাবে তাদের আইপিএল ২০২৫ মরশুমের নতুন জার্সি প্রকাশ করেছে। দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টিমের ভক্তদের উদ্দেশ্যে এক আবেগময় বার্তা দিয়েছে।
পল্টন সমর্থকদের উদ্দেশে হার্দিক পান্ডিয়া বলেন, এই মরশুমে দল তাদের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। পান্ডিয়ার সঙ্গে দলের অভিজ্ঞ খেলোয়াড়দেরও এই ভিডিয়োতে দেখা গিয়েছে। এই ভিডিয়োতে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাদেরও দেখা গিয়েছে। এই ভিডিয়োর মাধ্যমে প্রত্যেকেই ফ্র্যাঞ্চাইজির গৌরব ধরে 🦩রাখার প্রতিশ্রুতিটি বোঝাতে চেয়েছেন।
আরও পড়ুন … ISL 2024-25: শেষ মহমেডানের সঙ্গে আন্দ্রে চেরনিশভের 🏅সম্পর্ক! কোচের দায়িত্বে মেহরাজউদ্দিন ওয়াডু
এই ভিডিয়োতে হার্দিক পান্ডিয়া বলেন, ‘প্রিয় পল্টন, ২০২৫ আমাদের জন্য একটি সুযোগ। আমাদের ঐতিহ্যকে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার। নীল ও সোনালি রঙ পরে আমরা মাঠে নামব মুম্বইয়ের মতো খেলতে। এটি শুধু আমাদের জার্সি নয়, এটি আপনাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। চলো দেখা হবে, ওয়াংখেড়েত💫ে!’ আবেগময় বার্তার শেষে এমনটাই বলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া♐।
তবে এই বার্তার শুরুতে হার্দিক পান্ডিয়া নিজের বার্তায় ২০২৪ সালের কথা তুলে আনেন। তিনি বারবার বোঝাতে চান যে ২০২৪ সালে কী হয়েছে সেটা সকলেই জানেন। তবে তারা ২০২৪ সালের ব্যর্থতা ভুলতে চান। এখন সময় এসেছে নিজেদের পুরনো গৌরবকে ফিরিয়ে আনার। সেই লক্ষ্যেই এবার কাজ করে যেতে চা꧃য় হার্দিক অ্যান্ড কোম্পানি।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … ISL 2024-25: টানা ৫ ম্যাচে হার! এরপরেও দলকে ন✅িয়ে আশার আলো দেখছেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু
নতুন জার্সিটি মুম্বই ইন্ডিয়ান্সের পরিচিত নীল ও সোনালি রঙেই তৈরি হয়েছে। নীল রঙ বিশ্ব🌟াস, আত্মবিশ্বাস ও দলের অসীম সম্ভাবনাকে প্রতিফলিত করে, আর সোনালি রঙ গৌরব, সাফল্য ও শ্রেষ্ঠত্বের প্রতি অবিচল প্রতিশ্রুতিকে প্রকাশ করে। এটি শুধুই একটি ইউনিফর্ম নয়, বরং মুম্বই ইন্ডিয়ান্সের নির্ভীক ক্রিকেট൲ দর্শনের প্রতীক।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আগামী ২৩ মার্চ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এর কারণ হল চেন্নাই সুপার কিংসও পাঁচবার শিরোপা জিতেছে। আইপিএল-এর এল ক্লাসিকোর জন্য সকলেই অপেক্ষা করা শღুরু করে দিয়েছেন।
আরও পড়ুন … ভিডিয়ো: আসব꧒ি নাকি! হঠাৎ মাঠে শিখর ধাওয়ানকে দেখে কেন বললেন রোহিত শর্মা!
মুম্বই ইন্ডিয়ান্স ২০২৪ মরশুমে খুবই হতাশাজনক পারফরম্যান্স করেছিল, যেখানে ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে শেষ করেছিল এই দল। এবার সেই ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে MI। আইপিএল ২০২৫-এ নিজেদের আধিপত্য পুনরুদ্ধার করতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স ꦗশক্তিশালী প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছে।