WPLর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জা𝓀র্স বেঙ্গালুরুকে শেষ ওভারে গিয়ে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে গিয়ে দলকে জেতালেন আমনজ্যোত কৌর। এই প্রথম প্রতিযোগিতায় হারের স্বাদ পেল গতবারের চ্যাম্পিয়ন দল আরসিবি। এর আগে দুটো ম্যাচের দুটোতেই জিতেছিল আরসিবি, কিন্তু এবার হেরে গেল তাঁর🍌া। সৌজন্যে অমনজ্যোত কৌরের ৩৪ রানের ইনিংস।
আরও পড়ুন-২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করতে ইচ্ছুক ভারত! পাঠান🦩ো হচ্ছে প্রস্তাব! হবে ক্র♛িকেটও? দেখে নিন
আরসিবিকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স
চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করেছিল স্মৃতি মন্ধনাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। কিন্তু তাঁরা প্রথম দুই ম্যাচের মতো দাপুটে ক্রিকেট খেলতে পারলেননা। নির্ধারিত ২০ ওভারে🍌 ৭ উইকেটে ১৬৭ রান করে আরসিবি। আরও ১৫ রান হলে মুম্বইয়ের বিরুদ্ধে লড়তে পারত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে গিয়ে ম্যাচ জেতে মুম্বই।
মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনার স্মৃতি মন্ধনা রান পেলেও আরেক ওপেনার ড্যানি ওয়াট হজ ৯ রানেই আউট হন। অধিনায়ক স্মౠৃতি মন্ধনা করেন ১৩ বলে ২৬ রান। ফার্স্ট ডাউনে নেমে আবারও দুর্দান্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান এলিসে পেরি। ৪৩ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস আসে প𒐪েরির ব্যাট থেকে। মারেন ১১টি চার এবং ২টি ছয়।
আরসিবি বড় রান তুলতে পারেনি
এরপর রিচা ঘোষ এসে ২৫ বলে ২৮ রান করেন। শেষদিকে তিনি যদি আরেকটু দ্রুত গতিতে রান তুলতে পারতেন, তাহলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। কিন্তু পেরির পর বাকি মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটাররা তেমন♔ ছন্দ দেখাতে💦 পারেননি ব্যাটে। তাই নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রানে আটকে যায় আরসিবির ইনিংস।
শুরুতে মুম্বইকে ধাক্কা দেন আরসিবি বোলাররা
জবাবে ব্যাট করতে নেমে জোড়া ওপেনার যশতিকা ভাটিয়া এবং হেলি ম্যাথিউজকে দ্রুত সাজঘরে ফিরিয়েছিলেন কিং গার্থ এবং একতা বিশত। কিন্তু ন্যাট স্কিভার ব্রান্টকে নিয়ে মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর দুরন্ত ইনিংস খেলেন। ২১ বলে ন্যাট স্কিভ⭕ার ব্রান্ট ৪২ রানের ঝকঝকে ইনিংস খেলেন, আর তাতেই কার্যত ম্যাচ হাতের নাগাল থেকে বে🌠রতে থাকে আরসিবির।
দুরন্ত ইনিংস হরমনপ্রীতের
মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৮ বলে ৫০ রানের ধৈর্যশ🦄ীল ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। আমেলিয়া কের এবং সজীবন সজনা বড় রান পাননি। তবে অমনজ্যোত কৌর দাঁড়িয়ে থেকে ম্যাচ 𓂃জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি করেন ২৭ বলে ৩৪ রান। ১৯তম ওভারের শেষ বলে অমনজ্যোত ছয় মারতেই কাজটা সহজ হয়ে গেছিল মুম্বইয়ের কাছে। শেষ ওভারের পঞ্চম বলে একতা বিশতের বলে চার মেরে ম্যাচ জেতান কমলিনি। ১১ মার্চ দুই দলের ফিরতি লেগের ম্যাচ।