চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে অসাধারণ ফুটবল খেলল আর্সেলাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম💛্পিয়নদের তাঁরা ৩-০ গোলে হারিয়ে দিল। রুদ্ধশ্বাস ম্যাচে রিয়ালের 🃏ডিফেন্সের ফুটবলার কামাভিঙ্গা লাল কার্ড দেখলেন। গোটা ম্যাচেই প্রাধান্য বেশি ছিল আর্সেনালের। দেখে বোঝা যাচ্ছিল না, ইপিএলে মাইকেল আর্টেটার দল খেলছে না ২০০৪-০৫ সালের থিয়েরি অরিদের আর্সেনাল খেলছে।
আগামী সপ্তাহে রয়েছে ফিরতি লেগের ম্যাচ। বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে নিজেদের ঘরের মাঠে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে জিততে হবে আর্সেনালের বিরুদ্ধে, সেমিফাইনালে পৌঁছাতে গেলে। এদিনের ম্যাচে 🅰৫৪ শতাংশ বল পজিশনই ছিল আর্সেনালের। রিয়ালের গোল মোট ১১টা শট নিয়েছিল গানার্সরা, তার মধ্যে তিনটিতেই গোল এল।
পাঁচ মিনিটেই রুদিগারের ক্লিয়ারেন্স কামাভিঙ্গার গায়ে গেলে গোলে ঢুকে যাচ্ছিল প্রায়। এরপর ভিনিসিয়ার 𓃲পাস বাড়ান এমবাপেকে, কিন্তু গোলের ওপর থেকে শট চলে যায় ফ্রান্সের তারকার। ৩১ মিনিটে এমবাপেকে লক্ষ্যে করে বাঁদিক থেকে ভালো বল বাড়ান বেলিংহ্যাম, কিন্তু এমবাপের শট সেভ করেন গোলরক্ষক। ৩৯ মিনিটে বুকায়ো সাকার পাসে কেউ পা লাগাতে পারল না ।
৪৪ মিনিটে পরপর দুটি সেভ করেন রিয়ালের গোলরক্ষক থিয়াবুট কুর্তোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপের শট সাইড নেটে লাগে। ৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত ফ🉐্রি কিকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ডেকলান রাইস। ৬৬ মিনিটে রিয়ালের গোলদূর্গে দুটি অনবদ🌸্য সেভ করেন কুর্তোয়া, নাহলে তখনই ব্যবধান বাড়ত।
৭০ মিনিটে ফের ༒গোল। এবারও ফের একবার বক্সের বাইরে থেকে ফ্রিক পায় আর্সেনাল। সেখান থেকেই গোলরক্ষকের বাঁদিক থেকে টপ কর্নারে বল রেখে গোল কর🧔ে যান সেই ডেকলান রাইস। সাম্প্রতিক সময় এক ম্যাচে এমন দুটি ফ্রি কিক গোল খুবই কমই দেখেছে ফুটবলবিশ্ব।
৭৫ মিনিটে ফের গোল পায় আর্সেনাল। বক্সের ভিতর থেকে দুরন্ত শটে গোল করে যান মিকেল মেরিনো। ১৭ মিনিটের মধ্যেই তিনটি গোলের দেখা পেয়ে যায় আর্সেনাল। তাতেই তাঁরা শেষ পর্যন্ত ৩-০ গোলে হারাল শক্তিশালী রিয়াল মাদ্রিদকে। অযথা ফ্রাস্ট্রেশন বের করতে গিয়ে বলে শট মারেন কামাভিঙ্গা, তাতেই তিনি সংযুক্ত সময় দ্বিতীয়🐼 হলুদ কার্ড দেখেন এবং মাঠ ছাড়েন। ফলে তিনি ফিরতি লেগে খেলতে পারবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।