মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে এবার বাজেভাবে ট্রোলিং করল কলকাতা নাইট রাইডার্স। যদিও সরাসরি তাঁকে🃏 চেন্নাইয়ের ব্যাটারদের ট্রোলিং করেনি। ꦐবরং নিজেদের বোলারদের প্রশংসা করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে। তবে সিএসকে যেহেতু আগের ম্যাচে খুবই বাজেভাবে হেরেছে এবং প্রচুর ডট বল খেলেছে, তাই নেটিজেনদের ধারণা ঘুরিয়ে চেন্নাই সুপার কিংসকেই ট্রোলিং করেছে গতবারের চ্যাম্পিয়নরা।
বিসিসিআইয়ের তরফে এবারের আইপিএলের আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রতি ডট ꦗবল পিছু দেশে ৫০০টি করে গাছ তাঁরা লাগাবে। কিন্তু সিএসকের এই ম্যাচের পর দেখা যাচ্ছে একা চেন্নাই সুপার কিংসই শুক্রবার মোট ৩০৫০০টি গাছ লাগানোর ক্ষেত্রে বিপুল অবদান রেখেছে। এই পরিসংখ্যান তুলে ধরেই ধোনির দলকে নিয়ে ব্যাপক হাসাহাসি হচ্ছে সোশꦦাল মিডিয়া। বলা হচ্ছে, চেন্নাইয়ের হোম গ্রাউন্ড পুরোটায় গাছে গাছে ছয়লাপ হয়ে গেছে এদিনের এই ইনিংসের পর। আর সেই নিয়েই এবার মহেন্দ্র সিং ধোনির দলকে খোঁচা দিতে ছাড়ল না কলকাতা নাইট রাইডার্সও।
চেন্নাই সুপার কিংস শিবির শুক্রবারের আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে মোট ৬১টি ডট বল খেলেছে। ১২০ বলের মধ্যে ৬১ ডট বলের অর্থ মাত্র ৫৯ বলে তাঁরা রান করেছেন। য🧔া বড় লজ্জার বিষয়। টি২০ ফরম্যাটের ক্রিকেটে কোনও দলের ব্যাটাররা যে ৬১টি বল এভাবে নষ্ট করতে পারে, সেটা সিএসকের ব্যাটারদের না দেখলে বোঝাই যেত না। ধোনিও তাঁদেরই দলে নাম লিখিয়েছিলেন। এবার নারিন-মই♔নদের গাছ লাগানোর ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় আইপিএলের সফলতম দলকে খোঁচা দিল কেকেআর।
কেকেআরের সেই পোস্টে দেখা যাচ্ছে নাইট রাইডার্সের ক্রিকেটাররা গাছের চারা লাগাচ্ছেন। সেখানে সুনীল নারিন এবং হর্ষিত রানা মাটিতে গাছ পুঁতছেন। পাশে দাঁড়িয়ে থাকা মইন আলি, বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা ༒হাসি মুখে গাছের চারা এগিয়ে দিচ্ছেন। পুরোটাই গ্রাফিক্স ইমেজে তৈরি করা হয়েছে, যা বেশ ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই। সঙ𓄧্গে ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘৬১*৫০০= ৩০৫০০ গাছ বসানো হল ’।
প্রসঙ্গত এক পরিসংখ্যান ম্যাচ শেষে দেখা যায় যেখানে চোখে পড়ছে বৈভব অরোরার ওভারে ১০টি ডট বল, মইন আলির বোলিংয়ের ১১টি ডট, হর্ষিত রানার ওভারে ১৭টি🐈 ডট বল হয়েছে। এছাড়াও বরুণ চক্রবর্তীর ওভার থেকে ১১টি এবং সুনীল নারিনের বোলিংয়ের বিরুদ্ধে ১২টি ডট বল খে♑লেছে চেন্নাই সুপার কিংস। তাই তাঁদের ছবি পোস্ট করেই ট্রোল করল নাইটরা।