৩ বৈশাখ, ভাঃ ২৭ চৈত্র, ১৭ এপ্রিল, ৩ বহাগু, সংবৎ ৪ বৈশাখ বদি, ১৮ শওয়াল।
সূর্য্যোদয় ঘ ৫।১৯, সূৰ্য্যাস্ত ঘ ৫।৫৫।
বৃহস্পতিবার, চতুর্থী দিবা ঘ ১২।১১ মিঃ। জ্যেষ্ঠীনক্ষত্র শেষরাত্রি ঘ ৫।১৬ মিঃ। বরীয়ানযোগ রাত্রি ঘ ১০।২০ মিঃ। বালব🍸করণ, দিবা ঘ ১২।ℱ১১ গতে কৌলবকরণ, রাত্রি ঘ ১২।৪৬ গতে তৈতিলকরণ।
জন্মে— বৃশ্চিকরাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশোত্তরী বুধের দশা, শেষরাত্রি ঘ ৫।১৬ গতে ধনুরাশি ক্ষত্রিয়বর্ণ বিংশোত্তরী কেতুর দশা। মৃতে—দোষ নাই। যোগিনী—নৈঋতে, দিবা ঘ ১২।১১ গতে দক্ষিণে। কালবেলাদি ঘ ২।৪৬ গতে ৫।৫৫ মধ্যে। কালরাত্রি ঘ ১১।৩৭ গতে ১।৩ মধ্যে। যাত্রা – নাই, দিবা ঘ ১২।১১ গতে যাত্রা 𝕴শুভ পূর্ব্বে ও দক্ষিণে নিষেধ, রাত্রি ঘ ১০।২০ গতে পুনঃ যাত্রা নাই।
শুভকৰ্ম্ম- দিবা ঘ ১২।১১ গতে ২।৪৬ মধ্যে বিক্রয়বাণিজ্য হলপ্রবাহ বীজবপন ধান্যচ্ছেদন গোবিক্রয়াদি কুমারীনাসিকাবেধ বাহন ক্রয় ও বিক্রয় কমপিউটার নির্ম্মাণ ও চালন। বিবিধ — পঞ্চমীর সপিণ্ডন।
বিশ্ব হিমোফিলিয়া দিবস (১৭ই এপ্রিল)।
মাহেন্দ্রযোগ—দিবা ঘ ৬।৪৬ মধ্যে ও ১০। ১৫ গতে ১২।৫১ মধ্যে। অমৃতযোগ— রাত্রি ঘ ১২।৪০ গতে ২।৫৩ মধ্যে। রাশিফল – মেষ হতবুদ্ধি। বৃষ শুভ প্রয়👍াস। মিথুন গীতবাদ্যানুরাগ🎉। কর্কট মতান্তর। সিংহ বাড়তি আয়। কন্যা ক্রোধান্বিত। তুলা সম্পত্তি উদ্ধার। বৃশ্চিক গৌরব বৃদ্ধি। ধনু বিপর্যয়। মকর দাম্পত্যকলহ। কুম্ভ বাসনা পূরণ। মীন স্বার্থত্যাগ। গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা—র১ চ১৮ ম৮ বু২৬ বৃ৫ শু২৫ শ২৫ রা২৬ কে১২।
(সূর্য সিদ্ধান্ত মতে। ঋণস্বীকার: বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা)