তখন অতিরিক্ত সময়ের খেলা চলছে। হৃৎস্পন্দনের ওঠানামা হচ্ছিল প্রবল। সবুজ-মেরুনে মোড়া ষাট হাজারের যুবভারতী তখন টেনশন নিয়ে অপেক্ষায়। বাতাসও যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। চাপা উত্তেজনায় দরদর করে ঘাম হচ্ছিল। ঠিক সেই সময়েই জেমি ম্যাকলারেন সবুজ-মেরুন রঙে ভেজালেন যবভারতীকে। দুরন্ত গোল করে। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে বক্সে বল রা🥀খেন পরিবর্ত হিসেℱবে নামা গ্রেগ স্টুয়ার্ট। সেই বল ক্লিয়ার করতে পারেননি বেঙ্গালুরু এফসি-র ডিফেন্ডার সানা সিং। ক্ষিপ্রতার সঙ্গে বল ছিনিয়ে নিয়ে গোল করেন জেমি ম্যাকলারেন।
আর সেই গোলের পরেই ঘটল আবেগের বিস্ফোরণ। যদিও অতিরিক্ত সময়ের সিংহ ভাগ তখনও বাকি। তবু যুবভারতী বুঝে গিয়েছিল, দিনটি আজ সবুজ-মেরুনের। কারণ এদিন বেঙ্গালুরু কিন্তু একটিও গোল করতে পারেননি। তারা🎉 যে গোলে এগিয়ে গিয়েছিল, সেটি অ্যালবার্তো রডরিগেজের আত্মঘাতী। যে কারণে ম্যাকলারেনের গোলের পর ট্রফি জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল সবুজ-মেরুন। অজি তারকাও সতীর্থদে সঙ্গে উইনিং গোলের সেলিব্রেশনেই মাতেন।
আরও পড়ুন: পুরানের ছয়ে রক্তাক্ত দর্শক, যেতে হল হাসপাতালে, LSG-র জয়ের পর মাতলেন সে🦹লিব্রেশনে
মোহনবাগানে যোগ দেওয়ার পরের কয়েক দিন চোট-আঘাতে কেটেছিল। সমর্থকদের কটাক্ষও শুনতে হয়েছিল। কিন্তু নিজের জাত ꩵচিনিয়েছেন জেমি ম্যাকল🗹ারেন। সবুজ মেরুন জার্সিতে ১২তম গোল করে ফেলেছেন। এমন কী ফাইনালে তাঁর গোলেই আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। দ্বিমুকুট জয়ের পর ম্যাকলারেন বলেন, ‘অসাধারণ অনুভূতি। আমরা বলেছিলাম, করে দেখাব। করে দেখিয়েছি। এই মুহূর্তটা উপভোগ করতে চাই।’
এই জয় যে সহজ ছিল না, কঠিন পরীক্ষায় ফেলেছিল বেঙ্গালুরু এফসি, সেটা মেনে নিয়েছেন ম্যাকলারেন। তিনি বলেওছেন, তাঁরা একটা সময়ে চাপে পড়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের দাবি, ‘বেঙ্গালুরু ভালো দল। ম্যাচটা প্রায় আমাদের থেকে কেড়েই নিয়েছিল। কিন্তু ঘরের মাঠে আমরা শক্তিশালী। ফ্যানরা আমাদের পাশে আছে। জানতাম🤪 ধৈর্য ধরে রাখতে পারলে গোল পাবই। আমি বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলাম। কোচ আমার ওপর ভরসা রেখেছিল। শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে পেরে ভালো লাগছে। 🦹গুরুত্বপূর্ণ সময় গোল করতে পেরেছি, এটাই আসল। সমর্থকরা খুশি, এর থেকে ভালো কী হতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।