Luis Suarez on Lionel Messi 2026 World Cup Plan: ২০২৬ বিশ্বকাপে খেলতে চান আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন তাঁর ইন্টার মায়ামিতে LM10-র সতীর্থ তথা উরুগুয়ে দলের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ🍸। ৩৭ বছর বয়সি মেসি এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা করেননি। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত আগামী বছরের বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে সুয়ারেজ দাবি করেছেন, বন্ধু মহলে মেসি এখনও ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
মেসি ও নিজের অবসর প্রসঙ্গে সুয়ারেজ বলেছেন, ‘না, আমরা (অবসরের ব্যাপারে) আলাদা করে আলোচনা করি না। মজার ছলেই অনেকবার কথা হয়েছে। তবে ওর মধ্যে এখনও আগামী বিশ্বকাপে খেলার ইচ্ছা রয়েছে। অবশ্য আমি কিছুদিন জাতীয় দলের বাইরে থাকার কারণে সেই ইচ্ছেটা আমার মধ্🥀যে কিছুটা কমে এসেছে। কিন্তু আমরা এখনও অবসরের প্রসঙ্গে সিরিয়াসলি কিছু বলিনি।’
আরও পড়ুন … পয়লা বৈশাখ আর বারপুজো: বাঙালির ফুটবল সংস্কৃতিꦕর উৎসব-পর্ব! জানেন কি এর ইতিহাস?
আটবারের ব্♈যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ২০২২ কাতার বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্স দেখান। সৌদি আরবের কাছে হেরে য𓂃াত্রা শুরু করলেও আর্জেন্তিনা শেষ পর্যন্ত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এরপর তিনি ২০২৪ কোপা আমেরিকাতেও আর্জেন্তিনাকে নেতৃত্ব দেন ও দলকে চ্যাম্পিয়ন করেন।
আর্জেন্তিনা ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। তবে সুয়ারেজ পরিষ্কার করে বলেননি মেসি খেলবেন কি না। সুয়ারেজ বলেন, ‘না, না, না, আমি ওকে এসব জিজ্ঞেস করি না… আমি জানি ও কেমন, তাই এই বিষয়টা নিয়ে আমি কিছু জিজ্ঞাসা করি না। সময়ই বলে দেবে।’ সুয়ারেজও অবসর𒊎 নিয়ে কিছু ভাবেননি। সুয়ারেজ নিজেও ঠিক করেননি কবে অবসর নেবেন।
আরও পড়ুন … ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ! নীতಞু সরকারের বড় দাবি
নিজের অবসর নিয়ে সুয়ারেজ বলেন, ‘𝓰সময়ই বলবে আমি আর কতদিন খেলতে পারব। তবে এখনও খেলার, প্রতিযোগিতা করার আগ্রহটা আমার মধ্যে জ্বলে আছে। যতদিন এই আগ্রহ থাকবে, আমি খেলে যেতে চাই। কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করিনি—এই বছর বা আগামী বছর। তবে যতদিন ইচ্ছা ও সামর্থ্য থাকবে, আমি খেলে যাব ও এটাকে উপভোগ করব।’
সুয়ারেজ জানান, তিনি এখনও কিছু বড় লক্ষ্য অর্জন করতে চান। প্রাক্তন বার্সেলোনা ফরোয়ার্ড বর্তমানে ১৩টি গোল দূরে আছেন ৬০০ কেরিয়ার গোলের মাইল﷽ফলক থেকে এবং ৩৪টি গোল দূরে আছেন সর্বকালের সেরা ১০ গোলদাতার তালিকায় জায়গা করে নিতে।
আরও পড়ুন … ভিডিয়ো: খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন ধোনি! LꦦSG ম্যাচের পরেই মাহিকে ন🦹িয়ে জল্পনা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।