টিট ফর ট্যাট! মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধে একপ্রকার বেপর🅺োয়া হয়ে উঠেছে চিন। শুল্ক বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের অর্থনীতিতে আঘাত হানার চেষ্টা করছেন। পাল্টা জবাবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল খনিজ ও চুম্বক রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। চিনের এ বিধিনিষেধের ফলে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দেশগুলিতে বিরল খনিজের সরবরাহ সংকুচিত হয়ে আসার ঝুঁকি তৈরি হয়েছে।
আরও পড়ুন-China Bridge:এক ঘণ্টার যাত্রা কমে ১ 🙈মিনিট! বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ নির্মাণ করল কোন দেশ?
দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, চিন সরকার রপ্তানির জন্য একটি নতুন নিয়ন্ত্রক ব্যবস্থার খসড়া তৈরি করছে। যার ফলে গাড়ি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত প্রায় সবকিছুর জন্য অপরিহার্য চুম্বকের রপ্তানি অনেক চিনা বন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের🔯 বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে বেজিংয়ের প্রতিশোধের অংশ হিসেবে রপ্তানির উপর আনুষ্ঠানিক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।বিশ্বে প🐠রিশোধিত বিরল খনিজ উপাদানের ৯০ শতাংশই চিন উৎপাদন করে। বিরল খনিজ হল ১৭টি উপাদানের একটি গ্রুপ, যা প্রতিরক্ষা থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, ক্লিন এনার্জি ও ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। বিশ্বে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিরল খনিজ আমদানি করে এবং সবচেয়ে বেশি কেনে চিনের কাছ থেকে।
আরও পড়ুন-China Br෴idge:এক ঘণ্টার যাত্রা কমে ১ মিনিট! বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ নির্মাণ করল কোন দেশ?
গত বুধবার হোয়াইট হাউসে নতুন করে শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পাল্টা পদক্ষেপ হিসেবে চিনও মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বি෴য়াম, ডিসপ্রোজিয়াম, লুটেনিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামসহ মাঝারি ও ভারী বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আনার ঘোষণা করে। শুধু খনিজ উপদান নয়, স্থায়ী চুম্বকের মত ফিনিশড পণ্য রপ্তানিতেও কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত নেয় চিন, যার বিকল্প পাওয়া বেশ কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।বিরল খনিজ উপাদানে নিজেদের আধিপত্যকে চিন যে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বিধিনিষেধ আরোপের সিদ্ধ🌸ান্তকে তারই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।আর চিনের এই রপ্তানি স্থগিতের অধীনে থাকা ভারী বিরল ধাতুগুলি ব্যবহৃত হয়- ইলেকট্রিক গাড়ি, ড্রোন, রোবট, ক্ষেপণাস্ত্র, মহাকাশযান তৈরিতে ব্যবহৃত হয়।