শুক্রবার রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের নতুন মরশুম। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ౠডের তরফে নতুন মরꦫশুমের প্রাইজ মানি ঘোষণা করা হয়। জানিয়ে দেওয়া হয় যে, পিএসএল চ্যাম্পিয়ন দল কত টাকা পুরস্কার পাবে এবছর। এও জানানো হয় যে, রানার্স দলকে দেওয়া হবে কত আর্থিক পুরস্কার।
পিসিবির তরফে জানিয়ে দেওয়া হয়, পিএসএল ২০২৫-এর চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ♒এর পরিমাণ প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকা। রানার্স দল পুরস্কার হিসেবে পাবে ২ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকা।
আইপিএলের সঙ্গে পিএসএলের প্রাইজ মানির তুলনা
উল্লেখযোগ্য বিষয় হল, বিসিসিআই গত বছর পর্যন্ত আইপি♔এলের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দিয়েছে ২০ কোটি টাকা। অর্থাৎ, পিএসএল চ্যাম্পিয়ন দলের থেকে চারগুণের বেশি আর্থিক পুরস্কার পায় আপিএল চ্যাম্পিয়ন দল।
আইপিএলের রানার্স♍ দলকে বিসিসিআই ১২ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার দেয়। যার অর্থ, পিএসএ﷽লের চ্যাম্পিয়ন দলের থেকে প্রায় তিনগুণ বেশি টাকা পুরস্কার পায় আইপিএলের রানার্স দল।
ব𒀰াংলাদেশ প্রিমিয়র লিগের চ্যাম্পিয়ন দল পায় ওদেশের মুদ্রায় আড়াই কোটা টাকা অর্থাৎ ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা। বꦦিপিএলের রানার্স দল পায় ওদেশের মুদ্রায় দেড় কোটি টাকা, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা। অর্থাৎ, বিপিএলের থেকে বেশি আর্থিক পুরস্কার দেওয়া হবে পিএসএলে।
শু🥃ক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্স। তারা ১৯.২ ওভারে ১৩৯ রানে অল-আউট হয়ে যায়। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৬৬ রান করেন আবদুল্লা শফিক। সিকন্দর রাজা করেন ২১ বলে ২৩ রান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ইসলামাবাদের হয়ে ২৬ রানে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। ২৫ রানে ৩ উইকেট নেন শাদব খান।
পালটা ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড ১৭.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪🍰৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কলিন মুনরো। ম্যাচের সে💟রা হন হোল্ডার।